BYE-এর ফুল ফর্ম কী জানেন

অফিস হোক বা স্কুল, কলেজ, আড্ডা, যে কোনও জায়গা থেকেই বিদায় নেওয়ার সময় খুব সহজে বাই বলে ওঠেন।

কিন্তু ভেবে দেখেছেন কি এই শব্দের কোনও ফুল ফর্ম থাকতে পারে।

সাধারণত বলা হয় যে, Goodbye -কে ছোট করে বাই (Bye) বলা হয়। জানা যায়, ১৫৭০-তে শব্দটি প্রথম ব্যবহৃত হয় (Goodbwye)। এই শব্দের ফুলফর্ম God be with you।

পরবর্তীতে সেই শব্দই পরিণত হয় Goodbye- এ। যা এখন একটি বহুল প্রচলিত শব্দ।

এ ছাড়াও প্রচলিত ভাবে Bye শব্দটির একটি ফুল ফর্ম তৈরি করা হয়েছে।

More Stories.

জলের মতো বেরিয়ে যাবে টাকা! পথে বসতে হবে, জানলার কাছে ভুলেও রাখবেন না এই ২ জিনিস

ডায়াবেটিস, কোলেস্টেরল কমবে নিমেষে! জাদু এই মশলাতেই লুকিয়ে, পুরুষদেরও বিশেষ উপকার

সাধ খেলেন শুভশ্রী! আদরের বন্যায় ভাসছেন হবু মা, যত্নে ছুঁয়ে রইলেন বেবি বাম্প

Bye -এর ফুল ফর্ম হিসেবে Be With You Everytime -কে ধরে নেওয়া হয়েছে।

যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'সব সময় তোমার সঙ্গে আছি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন