একটুও দাগ পড়বে না! চশমা পরিষ্কার করুন এই ৫ ভাবে!

একটুও দাগ পড়বে না! চশমা পরিষ্কার করুন এই ৫ ভাবে!

চশমাকে আমরা সত্যিই বড় অবহেলা করি৷ আরও অবহেলা করি চশমা পরিষ্কার করার বিষয়কে৷

দেখতে অসুবিধা হলে, হাতের কাছে থাকা যে কোনও কাপড় দিয়েই কাচ পরিষ্কার করে ফেলি৷ কিন্তু এটা করতে গিয়েই চশমার কাচে স্ক্র্যাচ পড়ে যায়৷ যে দাগ আর ওঠে না৷

মাত্র ৫টি সহজ উপায়ে চশমার কাচ খুব ভাল ভাবে পরিষ্কার করতে পারবেন আপনি৷

বেকিং সোডা গরম জলে মিশিয়ে একটি মিহি মিশ্রণ তৈরি করুন৷ তারপর নরম সুতির কাপড় বা তুলোয় সেই মিশ্রণ লাগিয়ে চশমার কাচ ধীরে ধীরে পরিষ্কার করুন৷ একবার ধুয়ে ফেললেই দেখবেন নতুনের ঝকঝকে হয়ে যাবে৷

More Stories.

আবার চিঠি! বিধানসভা না রাজভবন, কোথায় হবে শপথগ্রহণ?

নবান্ন থেকে রাজভবনে গেল আরও এক ‘রহস্যময়’ চিঠি! বয়ান নিয়ে হল গুরুত্বপূর্ণ বৈঠক

নরম সুতির কাপড় বা তুলোয় টুথপেস্ট লাগিয়েও ধীরে ধীরে চশমার কাচ পরিষ্কার করতে পারেন৷ সবশেষে কলের জলের স্রোতের নীচে চশমা রেখে ধুয়ে নিতে হবে৷

কাজে দেয় লিক্যুইড সোপও৷ জলের স্প্রে দেওয়া যায় এমন কিছু পেলে, সেটি ও লিক্যুইড সোপের সাহায্যে চশমা পরিষ্কার করতে পারেন৷

স্যানিটাইজারের মতো অ্যালকোহল দিয়েও দুর্দান্ত পরিষ্কার করা যায় চশমা৷ ভিনিগারে বেকিং সোডা মিশিয়ে, সেই মিশ্রণ তুলো বা নরম সুতির কাপড়ে লাগিয়ে ধীরে ধীরে চশমার কাচ পরিষ্কার করতে পারেন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন