ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? এই কাজ না করলে পস্তাতে হবে

সেপ্টেম্বর শেষ হতে আর কয়েকদিন বাকি। এর মধ্যে এই কাজগুলো না করলে আঁচ পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

 PPF, SSY, NSC-এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক।

কেওয়াইসি-র জন্য আধার জমা না দিলে সমস্যা হবে। 

স্কিমের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাতে পারে। 

প্রবীণ নাগরিকদের জন্য ‘উই কেয়ার’ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

More Stories.

৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে যেতে চলেছে LIC-র এই পলিসি, হাতে মাত্র আর ৪ দিন সময়

এভাবে বিনিয়োগ করলেই প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন, অবসর জীবন নিয়ে আর চিন্তা নেই

ক্যাশে কত টাকা পর্যন্ত কিনতে পারবেন সোনা ? জেনে নিন নিয়ম

৩০ সেপ্টেম্বর এই স্কিমে বিনিয়োগের শেষ দিন ৩০ সেপ্টেম্বর।

স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে ৩৭৫ এবং ৪০০ দিনের অমৃত মহোৎসব এফডি স্কিম চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক।

এইআরআই এবং এনআরও-রা ৩৭৫ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

আইডিবিআই ব্যাঙ্কে এই স্কিমে অ্যাকাউন্ট খোলার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। 

২০০০ টাকার নোট জমা বা বদল করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। 

বিয়ের পর পুরনো Aadhaar  বাতিল হয়ে যাবে ?