গণপতি বিসর্জনের সময় এই ভুল করলেই 'সর্বনাশ'!

ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে  ভগবান গণেশের পুজো করা হয়৷ ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই গণেশ উৎসব৷

১০ দিন ব্যাপী পুজোর পর অনন্ত চর্তুদশীতে বিসর্জন করা হয় গণপতির। তবে বিসর্জনের সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখা উচিত৷ তা না হলেই রুষ্ট হবেন গণপতি৷

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার প্রবীণ আচার্য পণ্ডিত অরুণেশ মিশ্র জানান, ১০ দিন ধরে গণেশ পুজোর পর ১১তম দিনে অনন্ত চতুর্থীতে রীতি অনুযায়ী গণেশের পুজো করে গণপতিকে  বিদায় জানানো হয় ।

চলতি বছরে অনন্ত চতুর্দশী পড়েছে ২৮ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার৷ ভাদ্রপদ শুক্ল চতুর্দশীতে পালিত হয় অনন্ত চতুর্দশীর উৎসব৷ এই দিনেই গণেশের বিসর্জন করা হয়৷

More Stories.

কিডনিরবলছেন  পাথর গলাতে ঘনঘন বিয়ার খাচ্ছেন? শরীরের ক্ষতি হচ্ছে না তো? জেনে নিন কী চিকিৎসক

রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে মিশিয়ে নিন 'এই' জিনিস! তরতরিয়ে কমবে ব্লাড সুগার, ভাল থাকবে হার্ট

বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?

তিথি অনুসারে, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনন্ত চতুর্দশী উদযাপিত হবে।  তবে ২৭ সেপ্টেম্বর চতুর্দশী তিথি  শুরু হবে রাত ১০.১৮ মিনিটে এবং ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৯ মিনিটে শেষ হবে।

অনন্ত চতুর্দশীর পুজোর সময় হবে সকাল ৬:১২ থেকে সন্ধ্যা ৬:৪৯ পর্যন্ত।  ২৮ নভেম্বর গণপতি বিসর্জনের জন্য তিনটি শুভ সময় রয়েছে৷ সকাল ৬.১১ থেকে ৭.৪০ পর্যন্ত, তারপর সকাল ১০.৪২ থেকে ৩.১০ এবং ৪.৪১ থেকে ৯.১০ পর্যন্ত৷

গণেশ বিসর্জনের সময় খেয়াল রাখবেন যেন পুজোর সমস্ত সামগ্রী যেমন পান, সুপারি, মোদক, দুর্বা, নারকেল সব থাকে৷ বিসর্জনের সময় সব সমেত দিয়ে দিন৷ তবে কোনভাবেই যেন কিছু ভুল না হয়৷ সব নিয়ম নিষ্ঠা মেনে গণপতি বিসর্জন করলে গণেশের আশীর্বাদে রাতারাতি সৌভাগ্য ফিরবে ৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন