কাবাব খাবেন? রইল এক দারুণ ঠিকানা

Apu’s Kitchen, উত্তর কলকাতায় নবাবি খানা থেকে শুরু করে চাইনিজ এবং অন্যান্য নানা সুস্বাদু খাবারের নতুন ঠিকানা

ক্লাউড কিচেন থেকে যাত্রা শুরু করে নিজস্ব রেস্তোরাঁ, অপুস কিচেনের সফল যাত্রাপথ  

২০১২ থেকে শুরু হয় যাত্রা৷ সেই থেকেই গ্রাহকদের কাছে সেরা খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছেন,  জানিয়েছেন অপুস কিচেনের মালিক কমল সাহা

ধীরে ধীরে পরিসর বেড়েছে, এখন নানা ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে৷ সাধ্যের মধ্যে নানা ধরনের স্বাদ এবং অভিজ্ঞতা সকলের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য

মেনুতে রয়েছে লম্বা লিস্ট৷ মোঘলাই খানা, তন্দুরি, বিরিয়ানি, রোস্টেড চিকেন থেকে শুরু করে ইন্দো চাইনিজ ডিশ

থাকছে ক্রিসপি ফ্রায়েড চিকেন, সেজওয়ান ফিশ, লেমন চিলি ফিশ, কুং পাও চিকেনও

একই সঙ্গে মিলবে নানা ধরনের রোল!

খরচ কত? একেবারে নাগালের মধ্যে

২জন খেতে গেলে পড়বে ৬০০ টাকা (সঙ্গে ট্যাক্স)৷ রেস্তোরাঁ খোলা থাকছে প্রতিদিন দুপুর ১২.৩০ থেকে রাত ১১ পর্যন্ত

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন