চিয়া সিড কি আদৌ ওজন কমায়?

চিয়া সিডে প্রোটিন, ক্যালসিয়াম, তন্তু, ম্যাগনেসিয়াম, আলফা লাইনোলেনিক অ্যাসিড, আয়রণের মতো একাধিক পুষ্টিকর উপাদান আছে।

এটি অ্যান্টিঅক্সিডেন্টেরও সমৃদ্ধ উৎস। যা অকাল বার্ধক্য বা ক্যানসারের মতো রোগের হাত থেকে রক্ষা করে।

চিয়া সিডে প্রচুর পরিমাণ প্রোটিন এবং তন্তু থাকে। যা ওজন কমাতে সাহায্য করে।

চিয়া সিডে থাকা প্রোটিনের কারণে পেট অনেক ক্ষণ ভরা থাকে। যার ফলে বারবার খিদে পায় না।

চিয়া সিডে থাকা তন্তু ব্লাড সুগার কমাতেও সাহায্য করে।

More Stories.

জলের মতো বেরিয়ে যাবে টাকা! পথে বসতে হবে, জানলার কাছে ভুলেও রাখবেন না এই ২ জিনিস

ডায়াবেটিস, কোলেস্টেরল কমবে নিমেষে! জাদু এই মশলাতেই লুকিয়ে, পুরুষদেরও বিশেষ উপকার

সাধ খেলেন শুভশ্রী! আদরের বন্যায় ভাসছেন হবু মা, যত্নে ছুঁয়ে রইলেন বেবি বাম্প

এতে থাকা ম্যাগ্নেসিয়াম এবং ফসফরাস হাড় ভাল লাগে।

শুধু ওজন কমানোই নয়, শরীরের একাধিক উপকার করে চিয়া সিড।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন