এই ১০ ধরনের বিরিয়ানি চেখে দেখেছেন?

প্রকৃত বিরিয়ানি-প্রেমী হলে এই ১০ ধরনের বিরিয়ানি তো চেখে দেখতেই হবে।

ভেজ বিরিয়ানি- বিভিন্ন সব্জি সমেত বাসমতি চালের অপূর্ব গন্ধ।

হায়দরাবাদি বিরিয়ানি- বাসমতি চাল, ম্যারিনেট করা মাংস এবং নানা ধরনের মশলার সংমিশ্রণ।

কলকাতা বিরিয়ানি- আলুর উপস্থিতিতেই আরও সুস্বাদু হয়ে ওঠে এই বিরিয়ানি।

More Stories.

ডেঙ্গিতে ছাগলের দুধ, পেঁপে পাতার রসে ভরসা করছেন? ফল হতে পারে মারাত্মক

প্রথমে কী দেখছেন? কাঁটা চামচ নাকি হাত? আপনার চরিত্র বোঝা যাবে উত্তরেই

ঘরে কালো পিঁপড়ে ঢিপি করেছে? এর অর্থ কী? অশুভের ইঙ্গিত নাকি সৌভাগ্যের প্রতীক!

লখনউ বিরিয়ানি- এই শহরের বিরিয়ানির মাংস দীর্ঘ ক্ষণ ম্যারিনেট করে রাখা হয়।

থালাস্সেরি বিরিয়ানি- কেরলের মালাবারের বিরিয়ানি। খাইমা বা জিরাগা সাম্বা চাল এর বৈশিষ্ট্য।

আম্বুর বিরিয়ানি- তামিলনাড়ুর এই বিরিয়ানিতেও জিরাগা সাম্বা চাল ব্যবহৃত হয়। বেগুনের তরকারি সঙ্গত করে।

সিন্ধি বিরিয়ানি- এই বিরিয়ানির উপকরণের তালিকা যেন শেষই হতে চায় না। আর তাই এর স্বাদ একেবারে অনন্য।

কাচ্চি বিরিয়ানি- কাঁচা মাংস ম্যারিনেট করে বিরিয়ানি রান্না করা হয় বলেই এমন নামকরণ।

দম বিরিয়ানি- দম মানে সিদ্ধ করা। সিল করা পাত্রে ধীরে ধীরে রান্না করা হয় এই বিরিয়ানি।

চিকেন বিরিয়ানি- সু্স্বাদু চালের সঙ্গে চিকেন দিয়ে তৈরি হয় চিকেন বিরিয়ানি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন