পুজোর আগে গোলাপি হবে কালো ঠোঁট, রইল টিপস

মুখের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে সুন্দর ঠোঁট 

সুন্দর গোলাপি আকর্ষণীয় ঠোঁট মুখের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে 

তবে অনেক সময় ছেলে কিংবা মেয়েদের ঠোঁটের রং কালো হয়ে যায়

সূর্যের অতিবেগুনি রশ্মি, ধূমপান কিংবা জীবনযাত্রার অনিয়ম, খাবারে অনিয়ম বিভিন্ন কারণে কালো হয়ে যায় ঠোঁট

পুজোর আগে সামান্য কিছু টিপস মেনে চললে ঠোঁট হয়ে উঠবে গোলাপের পাপড়ির মতো সুন্দর

ঠোঁটের কালো রং দূর করতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ঠোঁট মাসাজ করতে হবে 

লেবুর রসের সঙ্গে একটু বাদাম তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে খুব সহজেই কালো দাগ কমে যাবে

লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ও প্রতিদিন রাতে ঘুমোনোর আগে লাগালেও ঠোঁটের স্বাভাবিক রঙ ফেরে

টমেটো পেস্ট করে ক্রিম মিক্স করে কিংবা নারকেল তেল মিশিয়ে ঠোঁটে লাগালেও ঠোঁট হয়ে ওঠে গোলাপি

কমলালেবুর খোসা, দুধের সর আপনার ঠোঁটে লাগাতে পারেন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন