সূর্যের কিরণ তো সাদা, তাহলে আকাশ নীল কেন?

মহাকাশ কালো তবুও আকাশ নীল।

এই সহজ প্রশ্নের উত্তর খুব কম মানুষই জানেন।

বায়ুমণ্ডলের মাধ্যমে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছয়।

সূর্যালোকে রংধনুর সাতটি রং রয়েছে।

More Stories.

৯৯% মানুষই জানেন না...! বলুন তো 'ছাগল' কোন দেশের জাতীয় প্রাণী? চমকে দেবে উত্তর!

৫০-এও দেখাবে ৩০...! বার্ধক্য ঘেঁষবে না গায়ে! 'এই' ৫ মোক্ষম খাবারের জাদুতেই মুঠোয় যৌবন

মাছের ল্যাজা দিয়ে এ কী করলেন-বাঙালি মহিলা...? চমকে গেল নেটপাড়া! দুর্বার গতিতে ভাইরাল ভিডিও

যখন এই আলো ছড়িয়ে পরে সমস্ত রঙের নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য থাকে।

ভায়োলেট এবং নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।

সূর্য ওঠার সাথে সাথে আকাশ জুড়ে নীল ও বেগুনি রং ছড়িয়ে পড়ে।

আকাশের নিজস্ব কোনও রং নেই, কিন্তু আলো ছড়িয়ে পড়ায় তা নীল দেখায়।

আমাদের চোখ বেগুনি থেকে নীল রং বেশি ভাল দেখতে পায়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন