WhatsApp-এ ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন ?

সেন্ডার কি এমন পাঠিয়েছিলেন যেটা ডিলিট করে দিতে হল সেটা জানতে চান ?

তাহলে দেখে নিন কী করতে হবে ৷

চ্যাটিংয়ের জন্য সংস্থা নিত্যদিন নয়া নয়া ফিচার্স নিয়ে আসে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ৷

হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে ‘Delete for Everyone’ ফিচার্স নিয়ে আসা হয়েছিল ৷

More Stories.

মহিলাদের জন্য সেরা স্কিম! এখানে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা রাখলে জানেন কত টাকা ফেরত পাবেন ?

কোনও টাকা ছাড়াই শুরু করুন এই সব ব্যবসা, আর মাসের শেষে হাতে আসবে লক্ষ লক্ষ টাকা

ATM থেকে ছেঁড়া নোট বেরিয়েছে? কী হবে? পুরো টাকাটাই কী তাহলে জলে

এখন ডিলিট হওয়া মেসেজ সহজেই পড়তে পারবেন ৷ অ্যান্ড্রয়ড ব্যবহারকারীদের এর জন্য থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷

গুগল প্লে স্টোরে ডিলিটেড মেসেজ পড়ার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে ৷

এর মধ্যে রয়েছে WAMR ও WhatsRemoved+ ৷

 ‘Delete for Everyone’ করা সমস্ত মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ৷

ডিলিট হওয়ার পরও এই অ্যাপে আপনি মেসেজ পড়তে পারবেন ৷

বর্তমানে পোস্ট অফিসের কোন স্কিম সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে ?