বাতাবি লেবুর দুর্গাপ্রতিমা গড়ে তাক লাগালেন কাকদ্বীপের গৃহবধূ

বাতাবি লেবুর দুর্গাপ্রতিমা গড়ে তুলে নজির সৃষ্টি করলেন কাকদ্বীপের এক গৃহবধূ ব্রততী কামার

বছর ২৭ এর ব্রততী পেশায় বিউটিশিয়ান

ঘরের সমস্ত কাজ সামলে হাজারো ব্যস্ততার মাঝে মনের মাধুরী মিশিয়ে এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন তিনি

বিউটিশিয়ান কোর্সের ছাত্রীদের নিয়ে তিনি গড়ে তুলেছেন এই প্রতিমা

More Stories.

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!

এই প্রতিমার পুজোও হয়ে গিয়েছে

আনুষ্ঠানিকভাবে পরে পুজো করার ইচ্ছাও রয়েছে তাদের

ব্রততীর এই কাজকে উৎসাহ জুগিয়েছে ব্রততীর পরিবারের লোকজন

পৃথিবীর সকল জিনিসের মধ্যে মাতৃরূপ লুকিয়ে আছে। এই ভাবনা থেকেই শিল্পীর এই প্রয়াস৷