কুকুরের লেজ নাড়ানো, কান্না কিংবা গা চুলকানো... প্রতিটারই রয়েছে শুভ-অশুভ ইঙ্গিত! আপনি জানতেন?

অনেক সময় আপনাকে দেখলেই লেজ নাড়ে বাড়ি বা রাস্তার কুকুর। অনেকেই বলেন, কুকুরের এটা নাকি অশুভ। সত্যিই কি তাই?

পোষ্যদের মধ্যে সবচেয়ে বেশি আদুরে ও জনপ্রিয় হয় কুকুর। কুকুর যদি আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াতে থাকে, তাহলে এটি শুভ সংকেত।

কুকুর যখন খুশি হয়, তখন সে লেজ নাড়ায়।

বাড়িতে কালো কুকুর থাকলে, তা সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না৷ কালো কুকুর পরিবারের সদস্যদের যে কোনও কু’দৃষ্টি থেকে রক্ষা করে৷

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

বলা হয় কুকুরের কান্নাও নাকি অশুভ ইঙ্গিত। তবে কুকুরের কান্না নিয়ে বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে।

সম্প্রতি একটি গবেষণায় প্রমাণিত হয়েছে, কুকুরের কান্না আসলে হাওলিং।

আবার এ-ও বলা হয়, কুকুরকে যদি বারবার গা চুলকাতে দেথেন, তাহলে সেটাও কিন্তু শুভ ইঙ্গিতই বয়ে আনে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন