সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত?

কত নগদ রাখলে কোনও অসুবিধে হবে না?

সেভিংস অ্যাকাউন্টে নিয়ম করে টাকা রাখলে তার থেকে যেমন মাসিক খরত চালানো যায়, তেমনই নগদের জোগানও অব্যাহত থাকে।

৫০/৩০/২০ নিয়ম: এটা খুব জনপ্রিয় পদ্ধতি।

এতে মোট টাকাকে শতাংশের হিসেবে তিনটি ভাগে ভাগ করা হয়।

More Stories.

প্রিমিয়াম দিতে না পারলে কি LIC পলিসি বন্ধ হয়ে যাবে? জেনে নিন না হলে সমস্যায় পড়বেন

SIP-তে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন? মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন দেখে নিন

দশ বছরে ৫০ লক্ষ টাকা সঞ্চয় করতে চান? দেখে নিন কী করতে হবে

৫০ শতাংশ প্রয়োজন, ৩০ শতাংশ চাহিদা এবং ২০ শতাংশ সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য। 

সেভিংস অ্যাকাউন্ট মূলত টাকা রাখার জন্যই তৈরি। গ্রাহক যে টাকা এখনই ব্যয় করতে চান না। 

অনেকে স্বল্পমেয়াদি লক্ষ্যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমান।

প্রতিটা লক্ষ্যের জন্য একটি বাজেট নির্ধারণ করা উচিত। এতে কতটা সঞ্চয় করতে হবে, তা বুঝতে সুবিধে হবে।

তবে বিশেষজ্ঞরা এও বলেন যে একটা সেভিংস অ্যাকাউন্টে নিদেনপক্ষে ২ বছরের মোট খরচের অঙ্ক রাখা উচিত, সেটা অবশ্যই ব্যক্তিভেদে আলাদা হবে।

এই পাঁচ কৌশল মেনে চলুন, ফিক্সড ডিপোজিটের রিটার্ন বাড়বে বহু গুণ