এই ভাজা মশলাই আমূল বদলে দেবে স্বাদ 

এই ভাজা মশলাই আমূল বদলে দেবে স্বাদ 

দেড়শো গ্রাম মটর নিন৷ তারপর সেগুলো ভাল করে ২-৩ বার ধুয়ে রাতভর জলে ভিজিয়ে রাখুন৷

রাতভর ভিজিয়ে রাখা মটরগুলি থেকে জল ঝরিয়ে নিন, তারপরে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে সেই মটর এবং সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন৷

এরপরে গ্যাসের মিডিয়ামে রেখ একটি কড়া বসান৷ কড়া গরম হলে, তাতে দিয়ে দিন ৩ চামচ তেল৷ তেল গরম হলে একে একে দিন তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আধ চামচ গোটা জিরে, আধ চামচ হিং৷  

 তারপরে ফোড়নের গন্ধ বের হতে শুরু করলে তাতে দিয়ে দিন কুচিয়ে রাখা নারকেল৷ নারকেল কিন্তু একেবারেই কড়া করে ভাজবেন না৷

More Stories.

ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!

বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা!

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

নারকেল হাল্কা লাল হতেই কড়াতে দিয়ে দিন ছোট ছোট চৌকো করে কাটা একটা আলু৷ নাড়াচাড়া করে ভাজতে থাকুন ১ মিনিট মতো৷

এরপরে আগে থেকে বেটে রাখা ১ ইঞ্চি আদা, ২টো কাঁচা লঙ্কা ও টোম্যাটো কড়াতে দিয়ে দিন৷ তারপর ভাল করে কষিয়ে নিন৷ তারপরে একে একে যোগ করুন হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও চিনি৷

এরপরে আগে থেকে সেদ্ধ করা মটর কড়াতে যোগ করে ভাল করে ফুটিয়ে নিন৷ সবশেষে যোগ করুন, আগে থেকে শুকনো খোলায় ভেজে, তারপরে গুঁড়িয়ে রাখা, ২টো শুকনো লঙ্কা, ১ টি স্পুন গোটা জিরে ও ১ টি স্পুন পরিমাণ ধনের মিশ্রণ৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন