ঠাকুরবাড়ির স্পেশাল খাসির মাংস, জানেন রেসিপি?

ঠাকুরবাড়ির স্পেশাল খাসির মাংস, জানেন রেসিপি?

বাঙালির নবমী যাপনের অন্যতম অঙ্গই হল দুপুরের পাতে টলটলে এবং তুলতুলে খাসির মাংসের ঝোল৷ আর তার সঙ্গে ধোঁয়া ওঠা ভাত৷ তবে, ঝোলের বদলে, এবার নবমীতে হাল্কা একটু মেনু বদল করতেই পারেন৷ অথবা, শুধু নবমীই কেন, যে কোনও ছুটির দিনই জমিয়ে দিতে পারে এই স্পেশাল ঠাকুরবাড়ির মাংস৷    

 ঠাকুরবাড়ির স্পেশাল খাসির মাংস রান্না করা কিন্তু খুবই সহজ৷ প্রথমে নিয়ে নিন ১ কেজি খাসির মাংস৷ তারপর আধ কাপ পেঁয়াজ বাটা, ৪ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা৷

সঙ্গে রেখে দিন ১ টেবিল চামচ গোটা গরম মশলা, ১ চা চামচ শাহ জিরে বাটা, ৪ টেবিল চামচ পোস্ত বাটা, ৪ টেবিল চামচ সরষের তেল এবং নুন৷

প্রথমে খাসির মাংস ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। তারপরে জল ঝরানো মাংসে পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক। এরপরে কড়াইতে তেল গরম হলে গোটা গরম মশলা দিন।

তারপরে তেলে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে নাড়াচাড়া শুরু করুন৷ একে একে দিন শাহ জিরে এবং পোস্ত বাটা। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর ভাল করে কষতে থাকুন৷ 

More Stories.

ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!

বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা!

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

মাংস থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিন। একদম শেষে যোগ করুন নুন৷ মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাল করে রান্না করুন।

ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত সঙ্গত দেবে৷ তবে মাতিয়ে দিতে পারে রুটি-পরোটার সঙ্গেও৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন