দেশের সেরা পানীয়ের তালিকায় বিরাট চমক

টেস্ট অ্যাটলাস দেশের পানীয়ের সম্ভার নিয়ে এসেছে। সেখানে প্রথম সেরা ১০টির তালিকা দেওয়া হল।

১০ নম্বর- নোনতা লস্যি: গ্রীষ্মপ্রধান এই দেশে লস্যি খুবই জনপ্রিয়। উত্তর ভারতে এই পানীয়র চাহিদা খুব বেশি।

৯ নম্বর- ফেনি: এটা এক ধরনের দেশীয় মদ। গোয়ায় তৈরি হয় ফেনি।

৮ নম্বর- অসমের চা: অসমের চা পাতা দিয়ে তৈরি এই চা কত মানুষের যে সকালের সঙ্গী, ইয়ত্তা নেই।

৭ নম্বর-মিষ্টি লস্যি: কেবল নোনতা নয়, মিষ্টি লস্যিও পছন্দ করেন অনেকে।

৬ নম্বর-মশলা চা: এক ধরনের দুধ চা। এতে মেশে দেশীয় মশলাপাতি।

৫ নম্বর-দক্ষিণ ভারতীয় কফি: দক্ষিণ ভারতে এই ফিল্টার কফির সর্বোত্তম রূপ পাওয়া যায়।

৪ নম্বর-আম লস্যি: দই, জলের সঙ্গে আম মিশিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে পরিবেশন করা হয়।

৩ নম্বর-দার্জিলিং চা: উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তৈরি এই চা পাতার গন্ধেই কাবু অনেকে। সে কারণেই দামও বেশি।

২ নম্বর-লস্যি: আসল লস্যি খেতে আপনাকে যেতে হবে উৎসে, অর্থাৎ পঞ্জাবে। চুমুক দিয়ে প্রাণ জুড়িয়ে নিন।

১ নম্বর-জিন ও টনিক: ককটেল প্রথম স্থানে। গ্রীষ্মে সুরাপ্রেমীদের কাছে যেন স্বর্গ। ব্রিটিশদের কাছ থেকে এর সন্ধান মিলেছে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন