দেশের নিকৃষ্ট ১০ স্ট্রিট ফুডের তালিকায় মহা চমক!

জনপ্রিয়তার নিরিখে নিকৃষ্ট ১০ খাবারের নাম প্রকাশ করল টেস্ট অ্যাটলাস।

১০ নম্বর: আলু বোন্ডা- দক্ষিণ ভারতীয় খাবার।

৯ নম্বর: ফুলকপির পরোটা- উত্তর ভারতীয় জলখাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়।

৮ নম্বর: পাপড়ি চাট- কেবল উত্তর ভারত নয়, পাকিস্তান, বাংলাদেশেও জনপ্রিয়।

৭ নম্বর: শাবুদানা বড়া- মহারাষ্ট্রের স্ন্যাক। শাবুদানা দিয়ে তৈরি মুচমুচে সুস্বাদু বড়া।

৬ নম্বর: দই বড়া- দই দিয়ে বানানো টক টক রেসিপি।

৫ নম্বর: ডিমের ভুজিয়া- পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো দিয়ে তৈরি এই ডিম ভাজা জিভে জল আনে।

৪ নম্বর: বম্বে স্যান্ডউইচ- পুষ্টিগুণে ভরপুর। তা সত্ত্বেও খাদ্যরসিকদের পছন্দের তালিকায় নেই।

৩ নম্বর: গুজরাতের দাবেলি- বার্গার বানে মেশানো নানা মশলা, আলু সিদ্ধ, কর্ন ইত্যাদি দিয়ে তৈরি স্ন্যাক।

২ নম্বর: সেভ- সেমাই বা সেমুই অথবা সেভ দিয়ে ঝুরি ঝুরি নানা ধরনের ডিশ বানানো যায়।

১ নম্বর: দই পুরি- কোথাও দই পুরি, কোথাও গোলগাপ্পা, পানিপুরি বা ফুচকা! চমকে যাচ্ছেন? নিকৃষ্টমানের স্ট্রিট ফুড বলে দাবি আমজনতার।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন