শরীরের ৫ জায়গায় ব্যথা? কোনও বড় রোগ?

শরীরের নানা অঙ্গে ব্যথা হয় আমাদের। অধিকাংশ সময়ে সেদিকে নজর দিই না।

কিন্তু সেগুলিই কি কোনও বড় অসুখের ইঙ্গিত?

শরীরে কোলেস্টরলের মাত্রা বেড়ে গেলে অনেক সময়ে এই ৫ জায়গায় ব্যথা হতে পারে। দেখে নিন।

পা- পায়ের রক্তনালীতে জমে যায় কোলেস্টেরল। তাতে পায়ে ব্যথা হতে পারে।

নিতম্ব- নিতম্বে ব্যথা উপসর্গ দেখে বোঝা যায় সম্ভব শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে।

পায়ের পাতা বা আঙুল- একই কারণে পায়ের পাতা বা আঙুলে টনটনে ব্যথা হয়। শোওয়ার সময়ে পা সোজা রাখলে যন্ত্রণা বাড়ে।

বুক- বুকে ব্যথা হতে পারে শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে। বুকে চাপ লাগা, শ্বাস নিতে সমস্যা এসব কোলেস্টেরল বৃদ্ধিরই লক্ষণ।

বগল- ‘পেরিফেরাল আর্টারি ডিজিজ’ যেমন পায়ে হয়, তেমনই বগলেও হতে পারে। ফলে যন্ত্রণা হতে পারে কোলেস্টেরল বেড়ে গেলে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন