ঘরোয়া এই পদ্ধতিতে বাড়ির সব আরশোলা দূর হবে মাত্র ২ দিনেই
কোনও কেমিক্যাল কিংবা ক্ষতিকর স্প্রে ছাড়াই, একেবারে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে দূর করুন আরশোলা
তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায়-কোণায় ছড়িয়ে দিন, এর গন্ধেই পালাবে আরশোলা।
রান্নাঘরের ড্রয়ার কিংবা স্টোর-রুমে যদি কয়েকটি লবঙ্গ রেখে দেওয়া হয়, তাহলে সেখানে আরশোলা আসবে না।
ভিনিগারের জল দিয়ে যদি ঘরের প্রত্যেকটি কোণা ভালো করে মোছা হয়, তাহলে পালাবে সব আরশোলা।
বেকিং সোডার সঙ্গে চিনি অথবা মধু মিশিয়ে সেই জায়গায় রাখুন যেখানে আরশোলা বেশি আসে। বেকিং সোডার মিশ্রণের মিষ্টি গন্ধে আরশোলা আকৃষ্ট হবে, কিন্তু এই মিশ্রণ একবার খেলে মরে যাবে সব আরশোলা।
আরশোলা তাড়াতে কেরোসিন তেল-ও প্রচণ্ড কাজে আসে।
২ চামচ ময়দা কিংবা আটার সঙ্গে ১ চামচ বোরিক পাউডার এবং কোকো পাউডার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
এই মিশ্রণটি এমন স্থানে রাখতে হবে যেখানে আরশোলা বেশি আসে। আরশোলা একবার এই মিশ্রণ খেলে সঙ্গে সঙ্গে মরে যাবে।