জয়দেব মুনিয়ার  রূপকথা

খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন

ছোটবেলা থেকেই পেটের ক্ষিদে মেটাতে পথে পথে ভিক্ষা করে বেড়াতেন

কলকাতায় এসে অন্যের বাড়িতে চাকরের কাজ করা শুরু করেন

পরে মাত্র আঠাশ টাকা নিয়ে মাছের ব্যাবসা শুরু করেন তিনি

নন্দীগ্রাম সোনাচূড়া গ্রামে এসে মাছের ব্যাবসা চালিয়ে জমিজমা কেনেন ও বাড়ি তৈরি করেন।

প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মাছ ফেরি করার জন্য মোটর সাইকেল সহ শীততাপ নিয়ন্ত্রিত মাছের বাক্স করেছেন

মাছ বিক্রি থেকেই তিন মেয়ের বিয়ে দিয়েছেন

মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিকের সহযোগিতায় ব্যবসায় আরও লাভবান হয়েছেন

নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ মাছকে কেন্দ্র করে সকল প্রকার উদ্যোগ গ্রহনে উৎসাহীত করে চলছে

অনেক মানুষ মাছ কে কেন্দ্র করে জীবিকা গ্রহনের নতুন দীশা পাচ্ছে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন