রাখি এবার খাওয়াও যাবে
লজেন্সের রাখি বানিয়ে তাক লাগিয়ে দিলেন কৃষ্ণনগর রিয়া
ফুল দিয়ে তৈরি রাখি যেমন রয়েছে, রয়েছে রকমারি রংবেরঙের জরি,পুঁথি, ছোট বড় কাঁচ, পাথর দিয়ে তৈরি রাখি
এছাড়াও মাটির উপর টেরাকোটার তৈরি রাখির সম্ভারও রয়েছে
রাখি বন্ধন উৎসব হয়ে গেলে সাধারণত এইসব রাখি হাত থেকে খুলে ফেলা হয়
অনেকে আবার সেগুলি ঘর সাজানোর জন্য কিছুদিনের সংরক্ষণ করে রাখেন
কিন্তু সেই রাখি হাতে পড়ার পর তা খুলে নিয়ে সরাসরি খেয়ে ফেলা যায় এমন ঘটনা কিন্তু নজিরবিহীন
রিয়া স্থানীয় ডিএল রায় কলেজ থেকে বাংলায় এমএ পাস করার পর চাকরি খোঁজার পাশাপাশি ঘরে বসে বিভিন্ন ধরনের গয়না থেকে শুরু করে রকমারি জিনিষ তৈরি করেন
রাখি বন্ধন উৎসব উপলক্ষে এবার তিনি তৈরি করেছেন কাসটমাইজ লজেন্সের রাখি
এই রাখি হাতে পেয়ে খুশি ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন