মন ভাল করার দাওয়াই এই গ্রাম!

আর সেই থেকেই এই জায়গার নাম দাওয়াইপানি।

দাওয়াইপানি। দার্জিলিং থেকে মেরেকেটে ২০ কিমি দূরত্ব।

কথিত আছে ব্রিটিশ পিরিয়ডে এখানকার জলকে নাকি ওষুধ হিসাবে ব্যবহার করা হত।

এই গ্রামের জলের নাকি ওষধি গুণ রয়েছে। আর সেই নামেই নাম দাওয়াইপানি।

আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘার ক্যানভাস। আর চারপাশে পাইনের জঙ্গল।

একপাশে সবুজে সবুজ চা বাগান। দুদিন থাকলে মন ভালো হবেই।

অত্যন্ত নিরিবিলি এই গ্রাম। পাহাড়ের কোলে আর পাঁচটা গ্রাম যেমন হয় তার থেকেও যেন আরও সুন্দর।

মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই জায়গায়, মনও ভরবে সঙ্গে একান্তে কাটবে কিছু সময়!