AI যেমন নানা কাজ সহজে করে তেমনি এটি ব্যবহারে রয়েছে নানা অসুবিধাও! মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে আলোচনার সময় সেই দিকে বিশেষ ভাবে আলোকপাত করে প্রধানমন্ত্রী।
বিল গেটস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনায় উঠে আসে ডিপফেকের কথাও।
এই প্রসঙ্গে বিল গেটসে বলেন,"আমি লক্ষ্য করেছি যে যথাযথ প্রশিক্ষণ ছাড়া, যদি এই ধরনের শক্তিশালী প্রযুক্তি অদক্ষ হাতে দেওয়া হয় তবে অপব্যবহারের ঝুঁকি থেকেই যায়"।
তিনি বলেন, "ভারতের মতো একটি বিশাল গণতান্ত্রিক দেশে যে কেউ ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করতে পারে।"
উদাহরণস্বরূপ, তিনি তাঁর কন্ঠস্বরের অপব্যবহারের কথা বলেন।
এছাড়াও তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন,"আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি, সেখানে আমাকে গরবা করতে দেখা গিয়েছে। আমি স্কুল থেকে কখনও গরবা করিনি। সামাজিক মাধ্যমগুলিতে আমাকে নিয়ে এরকম আরও অনেক ভিডিও রয়েছে।"
সবটা মিলিয়ে AI প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে"।
নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান