বিগত কয়েক দশকে ভারতে ভয়াবহ ভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা৷ শুধুমাত্র ১৯৯৮ থেকে ২০২১ সালের মধ্যে বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম কঠিন কণার পরিমাণ (particulate matter, pm) বেড়েছে ৬৭.৭ শতাংশ৷
গবেষণায় জানা গিয়েছে, পার্টিকুলেট পলিউশন, বা বায়ুতে সূক্ষ্ম কঠিন কণার দূষণের কারণে ভারতীয়দের গড় আয়ু প্রায় ৫.৩ বছর কমে যাচ্ছে৷
যেখানে হৃদযন্ত্রের সমস্যার কারণে ভারতীয়ের গড় আয়ু কমে ৪.৫ বছর এবং অপুষ্টিজনিত কারণে কমে ১.৮ বছর৷ রয়েছে আরও তথ্য..
উত্তর ভারতের মোট জনসংখ্যা ৫২১.২ মিলিয়ন, যা ভারতের মোট জনসংখ্যার ৩৮.৯ শতাংশ৷ আশঙ্কার কথা, এই বিস্তীর্ণ অংশের মানুষের গড় আয়ু বায়ুদূষণজনিত কারণে কমে যাচ্ছে প্রায় ৮ বছর৷
বর্তমান অবস্থা চলতে থাকে, দিল্লিবাসী তাঁদের জীবন থেকে হারাবেন প্রায় ১২টা বছর৷ কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ?
এ রাজ্যের উত্তর ২৪ পরগণা হল দেশের দ্বিতীয় জনঘনত্বযুক্ত জেলা৷
রিপোর্ট অনুযায়ী, বর্তমান দূষণের হার বজায় থাকলে উত্তর ২৪ পরগণার মানুষের গড় আয়ু ৫.৬ বছর কমে যাবে আগামিদিনে৷
কলকাতার পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা অবশ্য নির্দিষ্ট ভাবে জানা যায়নি এই রিপোর্টে৷