‘আমি মারা গেলে আমার সম্পত্তি’ ...

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি অমিতাভ বচ্চনের মোট সম্পত্তি এখন ৩৩৯০ কোটি টাকার

১৯৬৯ সালে বলিউডে পা রাখেন৷ প্রথম সিনেমায় না তাঁকে কেউ চিনেছিল না তাঁর পেমেন্ট ভাল ছিল৷ ১৯৭৩ সালের পর আর পিছু ফিরে দেখতে হয়নি তাঁকে৷

একসময়ে সিনেমা পিছু ৫০০ টাকা রোজগার করতেন  অমিতাভ৷ আর কঠোর পরিশ্রমে এত বছরের কেরিয়ারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০০০ কোটি টাকা

একসময়ে সিনেমা পিছু ৫০০ টাকা রোজগার করতেন  অমিতাভ৷ আর কঠোর পরিশ্রমে এত বছরের কেরিয়ারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০০০ কোটি টাকা

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

আশির দশকে সিনেমা প্রতি ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা নিতেন৷

এখন তিনি প্রতি সিনেমা পিছু ৭ থেকে ১০ কোটি টাকা নেন

এখন তাঁর পাঁচটি বাংলো রয়েছে৷ এই পাঁচটি বাংলো হল প্রতীক্ষা, জলসা, জনক এবং বৎস৷ এছাড়া এলাহাবাদে অমিতাভের পৈতৃক বাড়ি রয়েছে৷

বিগ বি-র গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো৷ তাঁর কাছে লেক্সাস, রোলস রয়েস, বিএমডাব্ল, মার্সিডিজের মতো গাড়ি আছে

অমিতাভ বচ্চন নিজের সম্পত্তি বন্টন করার কথা নিয়ে প্রশ্ন তুললেন৷ সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি খোলসা করেছেন

তিনি জানিয়েছেন দুই সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করতে হবে৷ কৌন বানেগা কড়োরপতির এক এপিসোডে জানিয়েছেন৷

অমিতাভ বলেন, ‘‘আমার মৃত্যুর পর আমার সম্পত্তি আমার ছেলে (অভিষেক বচ্চন) এবং মেয়ে (শ্বেতা বচ্চন)-র মধ্যে সমানভাবে ভাগ করা হবে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন