বাংলার লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য মুখোশ শিল্প

রাজবংশী সম্প্রদায়ের লোকাচার ও ধর্ম বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কাঠের মুখোশ আর মুখা নাচ

বৈশাখ থেকে আষাঢ় শ্রাবন মাসের মধ্যে বিভিন্ন পূজাতে মুখা নাচ হবেই

এমনই এক শিল্পী হলেন হরিহরপাড়ার সাধন বর্মন

২০১৪ সাল থেকে সাধন মুখোশ তৈরি করার কাজকেই বেছে নিয়েছে তার রুটি রুজির হাতিয়ার হিসেবে

শিমুল, শিশু ,আম, জাম বিভিন্ন ধরনের কাঠ গুলোকে চেরাই করে 

সে কাঠ গুলো দিয়েই দুর্গা ,কালী, রাক্ষস, হনুমান, বাঘ কিংবা বুড়ো বুড়ি, বিভিন্ন ধরনের রংবেরঙের মুখোশ বানান

সাধন বিভিন্ন ধরনের কাঠ কিনে এনে সেগুলো দিয়ে দেবদেবতার দাঁত, মুখ ,চোখ, নাক, ইত্যাদির নকশা তৈরি করে

কেউবা নিজের ঘর সাজানোর জন্য কেউবা আবার মুখো নৃত্য পরিবেশনের জন্য এই কাঠের মুখোশ গুলি কিনে নিয়ে যায়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন