বাঁকুড়ার প্রথম সংবাদপত্র
"বাঁকুড়া দর্পন"
১৮৯২ খ্রিস্টাব্দের রায়বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায় সুসম্পাদনায় প্রকাশিত হয় বাঁকুড়া দর্পণ।
প্রথমে পাক্ষিক পরে সাপ্তাহিকে পরিণত হয় এই পত্রিকাটি। বাঁকুড়া সমকালীন সমাজ ব্যবস্থার ছবি ফুটে উঠেছিল বাঁকুড়া দর্পণ পত্রিকার পাতায়।
বাঁকুড়ার প্রথম সংবাদপত্র - বাবু রামনাথ মুখোপাধ্যায় সম্পাদিত - " বাঁকুড়া দর্পন "ছিল ব্রিটিশ ভারতের এক নজির সৃষ্টি করা পত্রিকা।
বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের বুকে নতুনগঞ্জে গেলে দেখা যাবে বাঁকুড়া দর্পণ পত্রিকার অবহেলায় পড়ে রয়েছে জরাজীর্ণ বাড়ি।
তাঁর নামের ফলক সম্বলিত সদর দরজা বলে দেয় সেকালের বর্ণময় ইতিহাস। তৎকালীন সময়ে দেখতে দেখতে গোটা জেলার মুখপত্র হয়ে গিয়েছিল বাঁকুড়া দর্পণ পত্রিকা।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীল চাষের বিপক্ষে গভীর আওয়াজ তোলে বাঁকুড়া দর্পণ। সেই সময়ে বাঁকুড়া - বর্ধমান এলাকায় চলত নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার।
নীলকর থেকে চা-কর সাহেবদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বয়ং সম্পাদক। ক্ষুরধার ও বলিষ্ঠ কলমের কাছে কুন্ঠিত ছিল ব্রিটিশ শাসক।
রামনাথ বাবুর মৃত্যুর পর তার ছেলে বাঁকুড়া দর্পণ পত্রিকার হাল ধরেন। কিন্তু অবশেষে আর্থিক সংকটে পরে পত্রিকাটি ফলেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন