নিম হল একটি ঔষধি গাছ যার বিজ্ঞানসম্মত নাম Azadirachta indica

ঔষধি গাছের পাতা ডাল পালা রস সবই কাজে লাগে মানুষের

নিম তিনটি ক্ষেত্রে দারুণভাবে উপকারী

চর্মরোগ, সুগার, অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি প্রোটোজোয়ালের ক্ষেত্রে দারুণ কাজ দেয়

চর্মরোগ সারাতে নিমের জুড়ি মেলা ভার। সুগার পেশেন্টের ক্ষেত্রে উপকারী গুণ রয়েছে নিমে। এন্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে নিম। অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি প্রোটোজোয়াল

সুগারের ক্ষেত্রে নিমের পাতাকে শুকিয়ে চূর্ণ করে ব্যবহার। এক চামচ করে খাবার পর ব্যবহার করা যেতে পারে

অথবা নিম পাতার রস বের করে এক চামচ সকালে বিকাল খাওয়া যেতে পারে। চুলকানি বা চামড়ার সমস্যার ক্ষেত্রে দারুণ কার্যকর

স্কিন এলার্জির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে শরীরের যেকোনও স্থানে একটু ব্যবহার করে দেখা যেতে পারে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্থানে ব্যবহার

নিম গাছের পাতা, ছাল ও কাণ্ড সব ব্যবহার হয়। নিম গাছ বাড়িতে রাখলেও উপকার পাওয়া যায়