Fill in some text

শুশুনিয়া পাহাড়ের কোলে খোলা আকাশের নীচে ‘জুন মুন’-এ জমবে খাওয়া দাওয়া

বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়

সেই পাহাড়ের পাদদেশে সাম্প্রতিক শুরু হয়েছে একটি "তান্দুর হাব" জুন মুন

জুন মুনের বিশেষত্ব হচ্ছে যে এটি একটি ওপেন স্কাই ধাবা বা মুক্ত আকাশ বলা  চলে

জুন মনের প্রত্যেকটি কেবিন এবং বসার জায়গা তৈরি বাঁশ দিয়ে

একদম জৈব উপাদান দিয়ে তৈরি বলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয় জুনমুনের ভেতরে

রাতে থাকে অলোক সজ্জা

একেবারে শুশুনিয়া পাহাড়ের পাদদেশ অবস্থিত এই "তান্দুর হাব"

শীত পড়লেই জুন মনে পর্যটকদের ভিড় জমে তন্দুরি আইটেম খাওয়ার জন্য।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন