সাইকেলের বাংলা কী জানেন? 

 জার্মানির কার্ল ভন ড্যারন ১৮১৭ সালে জার্মানির ম্যানহেইম শহরে সাইকেল আবিষ্কার করেন।

অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার বাইসাইকেল। 

১৮৮০ সালে সর্বপ্রথম দুই চাকা চালানোর পর্যায়ে নিয়ে আসা হয়, চেন ও টায়ার যোগ করা হয়।

দাম কম অন্য যানের তুলনায়! সাধারণ মানুষ সহজেই কিনতে পারে!

তবে বাইসাইকেলের বাংলা বলতে হলে অনেকে সাইকেলই বলে!

এমনকি গুগলকে প্রশ্ন করলেও সে বাংলা হিসেবে সাইকেলই বলে! যা কিন্তু সঠিক নয়!

বহু মানুষ জানেন না এই উত্তর!

বাইসাইকেল বা সাইকেলের সঠিক বাংলা হল, "দ্বিচক্রযান"!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন