গরমে ঘোরার সেরা ঠিকানা 

অবশ্যই ঘুরে দেখুন ইতিহাসের ছোঁয়া মাখা বিষ্ণুপুর শহর 

কলকাতা থেকে ১৫২ কিলোমিটার দূরে অবস্থিত মন্দির নগরী বিষ্ণুপুর, যার অন্যতম মূল আকর্ষণ রাসমঞ্চ।

১.৬ মিটার, প্রস্থ ২৪.৬ মিটার। পুরো মন্দিরটির উচ্চতা ১০.৭ মিটার। 

মন্দিরের বেদী তৈরি ল্যাটেরাইট পাথর দিয়ে। 

বিষ্ণুপুরে অসাধারণ সব মন্দির এবং টেরাকোটার আইকনিক ঘোড়ার পাশাপাশি নজর কাড়ে একটি কামান, যার নাম দলমাদল।

বিষ্ণুপুরে অসাধারণ সব মন্দির এবং টেরাকোটার আইকনিক ঘোড়ার পাশাপাশি নজর কাড়ে একটি কামান, যার নাম দলমাদল।

মন্দির নগরী বিষ্ণুপুরের পর্যটন উন্নয়ন, সংস্কৃতি ও হস্তশিল্পের প্রসার ও বিপননের লক্ষ্য নিয়ে বিষ্ণুপুর প্রশাসনের উদ্যোগে শুরু হয় পোড়া মাটির হাট যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব।

মহকুমা প্রশাসনের কড়া নির্দেশ, এখানে কোনও ধরণের প্লাষ্টিক বা প্লাষ্টিক জাত দ্রব্য ব্যবহার করা চলবে না।

হাঁসফাঁস গরমে ঘোরার সেরা ঠিকানা হতে পারে এই জায়গা