দীর্ঘদিন ধরেই পুজোতে এর ব্যবহার হয়ে আসছে, আবার পান খেলেও এটা মাস্ট৷ সেটি হল সুপারি৷ পুজো-খাওয়াদাওয়া ছাড়াও প্রাকৃতিক ঔষধি গুণের ভান্ডার এই সুপারি৷
আয়ুর্বেদে এর অনেক ব্যবহার রয়েছে৷ দাম মাত্র ২-৫ টাকা, সস্তার এই সুপারি আয়ুর্বেদে প্রাচীনকাল থেকেই বহু ধরনের ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে আসছে।
সুপারি দাঁত সংক্রান্ত অনেক সমস্যা দূর করে। সুপারিতে এমন অনেক উপাদান পাওয়া যায়, যা শরীরে ব্যথানাশক হিসেবে কাজ করতে পারে। যারা দাঁতের ব্যথায় ভোগেন তাদের জন্য সুপারি খুবই উপকারী।