BH সিরিজ নম্বর প্লেট যানবাহনে লাগানোর সুবিধা কী?

সম্প্রতি সড়ক ও পরিবহণ মন্ত্রক সমগ্র দেশে Bharat Series বা  BH সিরিজ নম্বর প্লেটের রেজিস্ট্রেশন মার্ক চালু করেছে।

এই নম্বর প্লেটটি একবার লাগিয়ে নিলে এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না

কর্মসূত্রে যাঁদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয়, তাঁদের ব্যক্তিগত গাড়ির নতুন করে রেজিস্ট্রেশন করাতে হয়

কেউ যদি একাধিক রাজ্যে ঠিকানা বদল করেন, তাহলে সমস্যা আরও বাড়ে ৷

তাই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই 'ঐক্য' আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

BH সিরিজের ফরম্যাটটি অনেকটা ‘YY BH #### XX’ – এরকম হবে

এখানে ‘YY’ মানে কোন বছর গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে। ‘BH’ মানে Bharat Series (ভারত সিরিজ)।

এরপর থাকবে ০০০০-৯৯৯৯ এর মধ্যে চারটি যেকোনো নম্বর। শেষে আবার দুটি অক্ষর থাকবে।

বিএইচ সিরিজে নিবন্ধিত যানবাহনের ওপর সরকার প্রতি দুই বছর বা দুই এর গুণিতক যেমন চার, ছয় অথবা আট বছর অন্তর কর ধার্য করে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন