চুল পড়া চিরকালের জন্য বন্ধ করতে পারে এই উপাদান

চুল  পড়বেও না ,পাকবেও না, রান্নাঘরের মশলায় কামাল

পাকা চুলও তাড়ায় কয়েক মিনিটে

কিন্তু চুলের পরিচর্যায় এই উপাদান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অনেকেই জানেন না। চুল ঘন, কালো করতে এর জুড়ি মেলা ভার।

সাদা চুল কালো করতে বাজারের নামী-দামি পণ্যের থেকেও বেশি কার্যকরী হতে পারে এই উপাদান।

কোনও রকম রাসায়নিক ছাড়া শুধুমাত্র এই ঘরোয়া উপাদানের প্রয়োগেই নিমেষের মধ্যে পাকা চুল কালো হতে পারে

হেলথলাইন অনুযায়ী কালোজিরাতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে

যা চুলের জন্য অত্যন্ত উপকারী।

হেল্থ শটসের মতে,  চুল কালো করতে একটি পাত্রে নারকেল তেল নিয়ে প্রায় ৫ মিনিট গরম করে এতে জিরা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে।

এই তেল ঠাণ্ডা হওয়ার পরে ফিল্টার করতে হবে। এরপর এই তেল মাথার ত্বকে ভাল করে ম্যাসাজ করে ১ ঘণ্টা রেখে ধুয়ে নিতে হবে

এ ছাড়াও কালোজিরা ভাল করে পেস্ট করেও মাথার ত্বকে লাগাতে পারেন এতে চুল অত্যন্ত মজবুত হয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন