চকলেট তো সবাই খেয়েছেন কিন্তু চকলেট টমেটো খেয়েছেন কখনও?

এই চকলেট টমেটো কাঁচা অবস্থায় দেখতে সবুজ রংয়ের হলেও পেকে গেলে চকলেটের মতই হয়

এই প্রথম এই চকলেট টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফানগরের দম্পতি

এই প্রথম চকলেট টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফানগরের দম্পতি

চারা গাছ লাগানোর ৪/৫  মাসের মধ্যে ভাল পরিমাণে চকলেট টমেটো ধরেছে জমিতে

এই জাতের  টমেটো মূলত বর্ষাকালীন সময় হয়

এটির চাহিদা বাজারে খুব বেশি

এই টমেটোর চাটনি খেতে হলে কোনও চিনি বা গুড় দিতে হয় না

কারণ অন্যান্য টমেটোর মত এই টমেটো টক নয় পুরোপুরি মিষ্টি, তাই খেতেও দারুন স্বাদের হয়

দারুণ স্বাদের এই চকলেট টমেটো স্বাদে যেমন মিষ্টি তেমনি দামেও ভাল লাভ

দারুণ স্বাদের এই চকলেট টমেটো স্বাদে যেমন মিষ্টি তেমনি দামেও ভাল লাভ

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন