সাধারণত গরম দুধে দই জমাতে দেওয়া হয় না৷ বাড়িতে যে দই জমাতে দেওয়া হয়, সেটি হয় ঠান্ডা৷
সাধারণ জীবনে আমরা যে নিয়মগুলি মেনে চলি, সেগুলির পিছনেও নানারকম বৈজ্ঞানিক কারণ বর্তমান রয়েছে৷
বাড়িতে দই পাতার অভ্যাস অনেকেরই আছে, কিন্তু জানেন কী, কেন সেটি পাতা হয় ঠান্ডা দুধে?
আসলে দুধে একটি বিশেষ ধরণের ব্যাক্টিরিয়া তৈরি হলে তবেই সেটি দইয়ের আকার ধারণ করে৷
আর সেটি জমার পিছনে এটিই মূল কার্যকারণ৷ সেই কারণেই ফুটিয়ে দেওয়া দুধ দই হিসাবে জমে না৷
কারণ, গরম দুধে ল্যাক্টোব্যাসিলাস তৈরি হয় না৷ হ্যাঁ, গরম দুধে ল্যাক্টোব্যাসিলাস তৈরি হতে পারে না৷
তা ছাড়া গরম দুধ এই ব্যাক্টিরিয়াকে মেরে ফেলে৷ সেই কারণে গরম দুধে দই পাততে দিলে, সেটি ছাড়া, ছাড়া তৈরি হয়৷
ফলে ভাল দই ঠান্ডায় তৈরি করাই ভাল৷