বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে তৈরি হয় কাঁসার বাসন

কাঁসা শিল্পীরা দিনরাত পরিশ্রম করে তৈরি করেন ঝাঁ চকচকে কাঁসার বাসন

একটি চকচকে কাঁসার থালা তৈরি করতে রীতিমত যুদ্ধের সমান কাজ করতে হয়

প্রথমত গনগনের চুল্লিতে গলান হয় কাঁসা

তারপর গলান কাঁসা একটি অর্ধ গোলকের রূপ দেওয়া হয়

এই খাঁটি কাঁসা কখনও হাতুড়ি দিয়ে কখনও মেশিনে ঠুকে কিংবা চাপ দিয়ে খালার আয়তনে আনা হয়

তারপর পালিশ করার মেশিনে ঘোলাটে থালাটি কুরে কুরে চকচকে বানান হয়

চোখ ধাঁধিয়ে যাবে এই চকচকে থালা গুলিতে

বাঁকুড়ার কেঞ্জাকুডা গ্রামে পেয়ে যাবেন এই বিশেষ থালা