পেটের সমস্যা? রান্নাঘরের মশলাতেই মিলবে আরাম
হেলথলাইনের খবর অনুযায়ী, এলাচের অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রভাবও রয়েছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এলাচ মহৌষধের কাজ করে।
এলাচের অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে।
হজমশক্তি ঠিক রাখতে বহু শতাব্দী ধরে খাবারে এলাচ ব্যবহার হয়ে আসছে।
অন্যান্য ঔষধি মশলার সঙ্গে এলাচ মিশিয়ে খেলে পেট খারাপ, বমি, বমি বমি ভাবের মতো সমস্যায় উপশম পাওয়া যায়।
এলাচের মধ্যে থাকা গুণাবলী পেটের আলসার নিরাময়েও সাহায্য করে।
মাউথ ফ্রেশনার হিসেবে এলাচ ব্যবহার করা হয়।
যে কোনো অতিথি এলে তাকে অবশ্যই লবঙ্গ ও এলাচ দেওয়া হয়।
মুখের দুর্গন্ধ কমানোর পাশাপাশি মুখের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে এলাচ।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন