মোবাইল ফোন আজকাল প্রায় সবারই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
মোবাইল ফোন ছাড়া গোটা একটা দিন কাটানো অনেকের পক্ষেই মুশকিল।
এই মোবাইলের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ব্যাটারি।
তবে আমরা অনেক সময় ছোটখাটো ভুল করে ফেলি। ফলে ব্যাটারি খারাপ হয়ে যায়।
ব্যাটারি খারাপ হলে আপনার দরকারের মোবাইল ফোন অকেজো হয়ে যাবে।
চার্জিং করতে গিয়েই বেশিরভাগ মানুষ ভুল কাজটা করে ফেলেন।
আসলে আমরা হাতের সামনে যে চার্জার পাই সেটা দিয়েই ফোন চার্জ করি।
অন্য চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারি কম্পোনেন্ট খারাপ হতে পারে।
সব সময় চেষ্টা করবেন ফোনের অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিতে।
যে কোনও চার্জার কিন্তু আপনার ফোনের ব্যাটারিকে সাপোর্ট করতে নাও পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন