পুজোর ভোজে মাস্ট চাইনিজ!

পুজোর ভোজে বিশেষ ভাবে তৈরি চাইনিজ ফুড জয়েন্ট চাউম্যান

পুজো মানেই পেট পুজো৷ আর পেট পুজোতে বাঙালির সব থেকে প্রিয় পদগুলির মধ্যে অবশ্যই থাকবে চাইনিজ

সাধারণ চাউমিন-চিলি চিকেন হোক বা অত্যাধুনিক চিনা পদ

পাড়ার মোড়ের ছোট দোকান থেকে গোটা চায়না টাউন, সারা বছরই থাকে প্রচুর ভিড়৷

মধ্যবিত্তদের জন্য তৈরি চাইনিজ ফাইন ডাইনিং রেস্তোরাঁ চাওম্যানও তৈরি তাদের পুজোর মেনু নিয়ে

চাউম্যান স্পেশ্যাল হাক্কা নুডলস, কলকাতা স্টাইল চিলি চিকেন, ফ্রায়েড রাইস বা চিংড়ি, চিকেনের দারুণ সুস্বাদু ডিশ

পাবেন অত্যন্ত টেস্টি কাঁকড়া বা ক্র্যাবের পদ

পুজোর সময় খুবই ভিড় থাকে চাউম্যানে, বলছেন চাউম্যান বাগুইয়াটির ম্যানেজার চিত্তকঞ্জনবাবু

পুজোর দিনে গুছিয়ে চাইনিজ থেকে চলে আসতেই পারেন চাউম্যানের যে কোনও শাখায়

 চোখ ও দাঁতের সুস্থতা! সুস্বাদু চিংড়ির গুণ জানুন