কোলেস্টেরল কমান ফল খেয়ে
কিছ ফল নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল ও হৃদরোগ
আপেলে সল্যুবল ফাইবার অনেক বেশি। এর জেরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে। সুস্থ থাকে হৃদযন্ত্র।
আপেলের পলিফেনল বশে রাখে খারাপ কোলেস্টেরলের মাত্রা।
কলায় থাকা ফাইবার ও পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল ও ফাইবার
কলার সল্যুবল ফাইবার শরীরের সার্বিক সুস্থতা ও রোগ প্রতিরোধ শক্তি বজায় রাখে
রক্ত থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে নেয় আঙুর।
ব্ল্যাকবেরি এবং স্ট্রবেরির গুণ শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়
রক্তপ্রবাহ স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায় আনারস
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন