গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাক?

এই প্রশ্নের উত্তর খুঁজছেন আট থেকে আশি

কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের অসুখের উপসর্গ বুঝতেই অনেকটা সময় লেগে যায়।

হয়তো পেট ভরে খেয়ে ওঠার পরেই বুকে চিনচিন করে ব্যথা শুরু হল।

অনেকেই বুঝে উঠছে পারেন না এটি গ্যাসের ব্যথা নাকি হৃদযন্ত্রে সমস্যা।

হার্ভার্ট হেলথ পাবলিশিং এর মতে বুকের হাড় থেকে যে ব্যথা শুরু হয় সেটা সাধারণত অ্যাসিডিটির কারণে।

কিন্তু যখন বুকের একেবারে মাঝখানে ব্যথা ও অস্বস্তি শুরু হয় সাবধান হোন।

কয়েক মিনিটের জন্য এই চাপ, অস্বস্তি, বা ব্যথা হয়। থেমে গেলেও পরেও আবার হয়। এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

কোনও ধরনের ব্যথা হলেই ফেলে না রেখে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

এক মাসই বাজারে পাওয়া যায় এই ফল