RPF ও GRP-র মধ্যে তফাৎ কী?

ভারতের সবথেকে বড় যাতায়াতের মাধ্যম হলো ভারতীয় রেল। 

প্রতিদিন লাখ লাখ মানুষ ভারতীয় রেলে করে যাতায়াত করে থাকেন। 

কোটি কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব থাকে ভারতীয় রেলের কাঁধে।

সেই ট্রেনে বসে থাকা মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আরপিএফ এবং জিআরপি-কে।

কিন্তু এই দুটির মধ্যে তফাৎ কী জানেন? চলুন আজকে এই দুটি পুলিশের ব্যাপারে জেনে নিই আমরা।

জিআরপি হল ভারতের রেল স্টেশনের ভিতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী পুলিশ।

এর কাজ হল ট্রেনে সংঘটিত অপরাধের তদন্ত করা। 

শুধু তাই নয়, ট্রেনে বসা মানুষদের নিরাপত্তার পুরো দায়িত্ব বজায় থাকে এই জিআরপির উপরে।

আরপিএফ হল রেলওয়ে প্রোটেকশন ফোর্স। 

তাদের কাজ হল ট্রেনে বসে থাকা মানুষের নিরাপত্তা এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষকে নিরাপত্তা প্রদান করা।

প্রেশারের ওষুধ খান রোজ? শীতে গরম জলে স্নান করছেন?