প্রেশার কুকারে এই খাবারগুলি ভুলেও রান্না করবেন না!
সময় বাঁচাতে অনেক কিছুই আমরা প্রেসার কুকারে রান্না করি। এতে জ্বালানিও সাশ্রয় হয়
কিন্তু কিছু খাবার একেবারেই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়
প্রেসার কুকারে ভাত রান্না করা উচিত না। স্টার্চ রাসায়নিক পদার্থ মিশে যায়
আলু সেদ্ধ প্রেসার কুকারে করবেন না। আলুর স্টার্চ মিশে ক্ষতি করে
নুডলসে স্টার্চের পরিমাণ অনেক বেশি। কুকারে রান্না করলে স্টার্চ মিশে যায়
প্রেসার কুকারে মাছ রান্না একেবারেই উচিত না। মাছে থাকা ব্যাকটেরিয়া মিশে যায়
পাস্তাও স্টার্চ সমৃদ্ধ। কুকারে সেদ্ধ করলে তা থেকে স্নায়ুর রোগ, ক্যানসারও হতে পারে
খাবার পেটে গেলেই বুক-জ্বালা, অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন