মটন ছাড়া বাঙালি জল ছাড়া মাছের মতো।

দাম যতই বাড়ুক খাসির মাংস বাদ দিলে রবিবারের দুপুর অসম্পূর্ণ।

বেশিরভাগ বাঙালি পরিবারে আজও রবিবার দুপুরে মাংস রান্নার রেওয়াজ রয়েছে ৷

খাসির মাংসের পার্শ্বপ্রতিক্রিয়াও কিন্তু ভয়াবহ।

পাঁঠার মাংস হল রেডমিট। প্রায়দিন রেডমিট খাওয়া একদমই উচিত নয়।

বয়স ৪০-এর গণ্ডি পেরলে প্রতি সপ্তাহে পাঁঠার মাংস খাওয়ার ভুল করবেন না।

ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হাই প্রেশারের রোগীদের জন্য খাসির মাংস ক্ষতিকর।

ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হাই প্রেশারের রোগীদের জন্য খাসির মাংস ক্ষতিকর।

প্রতিদিন রান্নায় দেওয়া একটি উপাদানেই রয়েছে ক্যানসারের বীজ