বলুন তো সাপ দিনে ক’ঘণ্টা ঘুমোয়?

বলুন তো সাপ দিনে ক’ঘণ্টা ঘুমোয়?

সাপ নিয়ে জন সাধারণে নানা গল্পগাথা প্রচলিত রয়েছে৷ যার কিছু মিথ্যে, কিছু সত্যি৷ তবুও এই সত্যি-মিথ্যের ঘোলাজলে এখন সাপ সংক্রান্ত বহু বিষয়ই আমাদের অজানা রয়ে গেছে৷

সাপ যেমন নিঃশব্দে, এঁকে বেঁকে চলে, তা দেখে অনেকেই মনে করেন, সাপের বুঝি কোনও মেরুদণ্ড নেই৷ এই ধারণাও কিন্তু সম্পূর্ণ ভুল৷

চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ সেই রাসায়নিকই জিভের সাহায্যে ‘সেন্স’ করে মুখে থাকা স্নায়ু মারফত ‘সিগনাল’ মস্তিষ্কে পাঠায় সাপ৷ তবেই সেই গন্ধটি কিসের, সেটা বুঝতে পারে৷ এই গোটা পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ট্রোপোট্যাক্সিস৷

সাপের দৃষ্টিশক্তি খুব একটা ভাল নয়৷ তাই নিজের পরিবেশ যাচাই করতে, শিকার খুঁজতে, বিপদ বুঝতে, নিজের জিভের উপরেই নির্ভর করতে হয় সাপকে৷

বার বার মুখ থেকে জিভ বের করে আসলে নিজের চারপাশের এলাকা থেকে পাওয়া কেমিক্যাল সিগনাল নিজের মস্তিষ্কে পাঠিয়ে পরিস্থিতি আঁচ করে সরীসৃপ প্রাণীটি৷

মানুষ সাধারণত দিনে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমোয়৷ কিন্তু সাপ? সাপেরা মানুষের চেয়ে প্রায় তিনগুণ বেশি ঘুমায়।

বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধারকার্যে জড়িত নির্মল কুমার বলেন, সাপ দিনে প্রায় ১৬ ঘণ্টা ঘুমোয়। শুধু তাই নয়, সাপের চোখের পাতাও থাকে না। তাই, মনে হতেই পারে সাপ জেগে জেগে ঘুমোয়৷

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান