ভারতের সবথেকে গভীরতম নদী কোনটি?

এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকর কাছেই অজানা।

ভারতের গভীরতম নদী হল ব্রহ্মপুত্র।

তিব্বতের পুরং জেলার বিখ্যাত হ্রদ মানসরোবর উৎপত্তি।

সেখানে এই নদীর নাম ইয়ারলুং সাংপো।

এই নদীটি তিনটি দেশের মধ্য দিয়ে বয়ে গিয়েছে।

ভারতের অসমে এই নদী ব্রহ্মপুত্র নামে পরিচিত।

এরপর এটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে বয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

ব্রহ্মপুত্র নদীর গভীরতম স্থানটি অবস্থিত অসম রাজ্যের তিনসুকিয়ায়।

সেখানে গভীরতা ১২৪ ফুট এবং সর্বোচ্চ গভীরতা ৩৮০ (১১৫ মিটার পর্যন্ত) ফুট।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন