এসির সঙ্গে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ বাড়ে না কমে?

বাড়ছে তীব্র গরম। এয়ার কন্ডিশনার ও সিলিং ফ্যান একসঙ্গে চালান অনেকেই।

তবে কারও কারও বিশ্বাস, এসি চলাকালীন সিলিং ফ্যান ব্যবহার করা উচিত নয়।

কারণ সিলিং ফ্যান গরম বাতাসকে নীচে ঠেলে দেয়। কিন্তু এই ধারণা ভুল।

আসলে এসির সঙ্গে ফ্যান চালালে ফ্যানটি ঘরে বাতাসের প্রবাহ বাড়িয়ে দেয়।

More Stories.

গরমে এই সুস্বাদু ফল থেকে খুব সাবধান! ক্ষতি হতে পারে শরীরে, কী কী সতর্কতা নেবেন

ফোনের স্পিকার বিগড়েছে? ৫ সহজ টিপস মেনে ঘরেই নিজে সারিয়ে নিন

কালো টম্যাটো চাষেই মালামাল হতে পারেন, মাত্র ৩ মাসে লক্ষ লক্ষ টাকার মুনাফা! জেনে নিন সহজ টিপস

ঘরের লোকজনকে শীতল এবং আরামদায়ক অনুভূতি দেয়।

এসির পাশাপাশি ফ্যান ব্যবহার করলে বরং বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

তবে এর জন্য এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রিতে সেট করতে হবে, ফ্যানের গতি সর্বনিম্ন রাখতে হবে।

৬ ঘণ্টা এসি ব্যবহার করলে ১২ ইউনিট খরচ হয়।

কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে খরচ হবে মাত্র ৬ ইউনিট। বাঁচবে বিদ্যুতের খরচ।

একই চুলায় দুই রান্না! গ্যাস বাঁচাতে অসাধ্য সাধন গৃহবধূর, এভাবে বানাবেন নাকি লুচি আর আলুর তরকারি!