বিদেশী ফলে মন মজেছে! চাষের সহজ উপায়

আম গাছের গোড়ায় লাগানো হল রেড মরোক্কান ড্রাগন ফ্রুট 

আম গাছের শক্ত পক্ত গুঁড়িকে ভর করেই বেড়ে উঠছে প্রায় আটটি বা ষোলটি ড্রাগন ফ্রুটের গাছ

তাতে আবার ফলও ধরেছে ইতিমধ্যে

মনে করা হত যে ওপর বৃক্ষের গায়ে ড্রাগন ফল চাষ করা দুষ্কর 

এর কারণ, পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যাবে না

তবে পরশমণির এই পরীক্ষামূলক চাষ যথেষ্ট সফল এই বছর

তাছাড়াও যদি লোহার তার দেওয়া থাকে তাহলে আরও সহজেই একদম বিনা মূল্যে চাষ করা যাবে এক্সোটিক এই ফল

পরশমনির ডিরেক্টর অনুপম সেন জানান যে এই প্রক্রিয়ায় ড্রাগন ফল চাষ করে প্রায় ১৫- ২০ হাজার টাকা সাশ্রয় করেছেন তারা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন