আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে
পটুয়াপাড়ায় এখন ঠাকুর তৈরি শেষ করার ব্যস্ততা
সময়ের মধ্যে পূজা উদ্যোক্তাদের হাতে দুর্গা প্রতিমা ডেলিভারি করাটাই এখন চ্যালেঞ্জ মৃৎ শিল্পীদের কাছে
অসময়ের বৃষ্টিপাতের ফলে ঠাকুর তৈরি করতে বেগ পেতে হয়েছে মৃৎ শিল্পীদের
ডজন ডজন সাপ জট পাকিয়ে ঘরের মধ্যে!
বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর
তবে ঠাকুরের দাম অন্য বছরের তুলনায় এই বছর বেশ ভাল রয়েছে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা
বেড়েছে আগের তুলনায় ঠাকুরের বায়নাও
এই বছর বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে পুজো উদ্যোক্তাদের মধ্যে ঠাকুরের বাজেটকে বাড়ানো নিয়ে
হুগলির চাত্রায় রয়েছে একটি কুমোর পাড়া
কম করে ১৫ থেকে ১৬ টি ঠাকুরের গোলা রয়েছে যেখানে মৃৎ শিল্পীরা এখন নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত ঠাকুর গড়তে
এই বছর কমবেশি সব কটি ঠাকুরের গোলায় পুজোর বায়না এই বছর ভাল হয়েছে